জনপ্রিয়

হাসিনাকে ফেরত চাওয়ায় বিজেপি নেতার হুমকি

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 17 hours ago

অনলাইন ডেস্ক.

ক্ষমতাযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ সরকার ফেরত চাওয়া নিয়ে ভারতকে চিঠি দিয়েছে। এবার এ চিঠি দেওয়া নিয়ে হুমকি দিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু। গত পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারত আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকে সেখানেই অবস্থান করছেন তিনি।

এদিকে জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানোর দায়ে হাসিনার বিরুদ্ধে কয়েকশো মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। এদিকে শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সোমবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় তিনি বলেছেন, ভারতকে আমরা জানিয়েছি ক্লিয়ারলি, আমরা তাকে যে ফেরত চাচ্ছি বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি।

এদিকে হাসিনাকে ফেরত চেয়ে চিঠি পাঠানো নিয়ে আবারো হুমকি দিয়েছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয় বাংলাদেশের জনগণ এবং নোবেলজয়ী প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস কে নিয়েও কটুক্তি করেছেন। প্রফেসর ইউনুসকে অবমাননা করে বক্তব্য দিতে দেখা যায় তাকে। মঙ্গলবার বিধানসভার বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শুভেন্দু হাসিনাকে ফেরত চাওয়ার চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে সরকার বলে বক্তব্য দিয়েছে। এমনকি বাংলাদেশের উপদেষ্টার ভারতের ইতিহাস জানেনা বলেও মন্তব্য করতে দেখা যায় শুভেন্দুকে।

প্রধানমন্ত্রীর পথ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর সেখানে আছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তার দলের জ্যেষ্ঠ নেতাদের কয়েকজন গ্রেফতার হলেও অধিকাংশই এখনো আত্মগোপনে। ৭১ এর মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গঠন করেছিল আওয়ামী লীগ সরকার। এখন ছাত্রজনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চালানো দমনপ্রীণকে গণহত্যা বিবেচনা করে এ আদালতে বিচারের উদ্যোগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। গত ৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সময়ে ছাত্রজনতার আন্দোলনের মধ্যে সারাদেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধেরও অনেক অভিযোগ ট্রাইবুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়েছে। এর মধ্যে একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে এবং আরেক মামলায় তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগ নেতাসহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইবুনাল।

  • হাসিনাকে ফেরত চাওয়ায় বিজেপি নেতার হুমকি