আব্দুল্লাহ আল মারুফ, দোয়ারাবাজার (সুনামগঞ্জ): ফেঞ্চুগঞ্জ আল ইমতেহান ছাত্র কল্যান পরিষদ কর্তৃক আয়োজিত জাতীয় ক্বেরাত ও হামদ-নাত প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত।
শনিবার ২ আগস্ট ফেঞ্চুগঞ্জ মোহাম্মদিয়া হিফজুল কুরআন মাদ্রাসা হলরুমে এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন হাফিজ মো. তানভীর হোসেন ও হাফিজ তাসনীম হাসান শাহী। মূল প্রোগ্রাম শুরু হয় হাফিজ তানভীর আহমদের সুললিত কন্ঠে ক্বিরাত পরিবেশন ও ইমতেহানের থিম সং দিয়ে।সভাপতিত্ব করেন হাফিজ মাও. আবু সাঈদ মো. সেলিম, প্রধান শিক্ষক, অত্র মাদরাসা এবং প্রতিষ্ঠাতা, আল-ইমতেহান ছাত্র কল্যাণ পরিষদ।
প্রধান অতিথি হিসেবে ছিলেন : প্রফেসর মোঃ মোখলেসুর রহমানবিভাগীয় প্রধান (নৃবিজ্ঞান বিভাগ) ও প্রক্টর, শাবিপ্রবি
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন,প্রফেসর মনযুর-উল-হায়দার, নৃবিজ্ঞান বিভাগ, শাবিপ্রবি। মাও. হারুনুর রশিদ, সভাপতি, লতিফিয়া ক্বারী সোসাইটি, ফেঞ্চুগঞ্জ, হাফিজ তরিকুল ইসলাম, সহ-সভাপতি, অত্র মাদরাসা, ইকবাল আহমদ খান, সাধারণ সম্পাদক, অত্র মাদরাসা। আবুল কাশেম জবুল, সদস্য, কার্যকরী কমিটি, অত্র মাদ্রাসা। আলমগীর হোসেন, সহকারি শিক্ষক, সৈয়দ রিয়াছত আলী উচ্চ বিদ্যালয়।
এতে হামদ-নাতে ১ম স্থান দখল করেছেন সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা কলাউড়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার ইসলামি ছাত্রশিবিরের সভাপতি আবদুল্লাহ আল মারুফ।
তিনি জানান – সমস্ত প্রসংশা আল্লাহ তায়ালার যার অশেষ মেহেরবানীতে আমি বিজয়ী হয়েছি। পাশাপাশি আল ইমতেহান ছাত্রকল্যান পরিষদের প্রতি সম্মান রেখে তিনি বলেন, বর্তমানে ইসলামি সংস্কৃতির তেমন পরিচর্চা হয়না এমন প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে প্রভাব ফেলবে। আল ইমতেহান ছাত্রকল্যান পরিষদের এমন আয়োজন সত্যিই প্রসংশার দাবিদার।
অনুষ্ঠানের শেষে প্রতিযোগীদের মাঝে ক্রেস্ট, মেডেল ও চেক বিতরণ করা হয়।