আকাশ দাশ সৈকত
চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই হঠাত করে দীর্ঘ দশ বছরের ক্লাব টটেনহ্যাম হটস্পার ছাড়ার ঘোষণা দিলেন দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার সন হিউং-মিন।
ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যামের হয়ে দারুণ পারফরম্যান্স করেছিলেন দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার সন। হয়ে উঠেছিলেন দলটির সেরা ফরোয়ার্ডদের একজন। এছাড়া তার নেতৃত্বে মাস দুয়েক আগেই ইউরোপা লিগ জেতে টটেনহ্যাম। এতে ১৭ বছর পর ট্রফি জেতে ক্লাবটি। আর ইউরোপিয়ান শিরোপার স্বাদ পায় ৪১ বছর পর। এমন সব দারুণ নৈপূন্যের পর ও হঠাতে ইংলিশ ক্লাবটিকে বিদায় জানিয়ে দিলেন সন। তবে ঠিক কি কারণে তিনি ক্লাব ছাড়লেন এই বিষয়ে কিছু জানা যায়নি।
ক্লাব ছাড়ার ঘোষণা দিয়ে সন বলেন, ‘এই গ্রীষ্মে আমি ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। মনে হয় আমার ফুটবল ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত ছিল এটি। একটি দলের হয়ে ১০ বছর ধরে খেলা ছিল আমার কাছে খুবই গর্বের ব্যাপার। প্রতিটি দিন নিজের সবটুকু ঢেলে দিয়েছি “!
সব প্রতিযোগিতা মিলিয়ে টটেনহ্যামের হয়ে ৪৫৪ ম্যাচ খেলেছেন তিনি, গোল করেছেন ১৭৩টি।
এইদিকে টটেনহ্যাম ছেড়ে সনের পরবর্তী গন্তব্য কোথায় হবে সেই বিষয়ে কিছু জানা না গেলেও বেশ কিছু ইংলিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মেজর সকার লিগের দল লস অ্যাঞ্জেলস এফসির সাথে চুক্তিবদ্ধ হতে পারেন এই তারকা ফুটবলার ।