ইমান আলী, স্টাফ রিপোর্টার, ঢাকা
“যে ব্যক্তি নিজেই অসুস্থ, সে কীভাবে একটি স্বাস্থ্যব্যবস্থা সুস্থ করবে?”
স্বাস্থ্য খাতের ভয়াবহ দুর্নীতি ও নৈরাজ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, অযোগ্য ও অথর্ব স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ ছাড়া স্বাস্থ্য খাতে কোনো ধরনের সংস্কার সম্ভব নয়।
আজ শনিবার পুরানা পল্টনে ঢাকা মহানগর লেবার পার্টির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের যোগ্য বিশেষজ্ঞদের বাদ দিয়ে ব্যক্তিগত পছন্দে অদক্ষ ব্যক্তিদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে। এর ফলে ১১ মাসে স্বাস্থ্য খাতে দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। বরং হাসপাতাল, ওষুধ, সিন্ডিকেট ও দুর্নীতি-নৈরাজ্যের ছায়ায় স্বাস্থ্যসেবা আজ জনভোগান্তির প্রতীক হয়ে উঠেছে।
জুলাই গণঅভ্যুত্থনে আহতদের চিকিৎসা না পাওয়া, উত্তরা মাইলস্টোন ট্রাজেডিতে আহত শিক্ষার্থীদের অবহেলাসহ বিভিন্ন উদাহরণ তুলে ধরে ডাঃ ইরান বলেন, স্বাস্থ্য উপদেষ্টা দায়িত্ব পালনে চূড়ান্তভাবে ব্যর্থ। তিনি শুধু ব্যর্থ নন, বরং দুর্নীতিতে জড়িত চক্রগুলোর রক্ষাকর্তা হিসেবে কাজ করছেন।
তিনি আরও হুঁশিয়ারি দেন, “জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলা আর চলবে না। স্বাস্থ্য উপদেষ্টাকে অবিলম্বে অপসারণ করতে হবে, অন্যথায় রাজপথে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
সভায় সভাপতিত্ব করেন মহানগর আহ্বায়ক মোঃ মাসুম চৌধুরী। বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, এডভোকেট জহুরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, নাগরিক অধিকারের স্বাধীনতার সভাপতি এডভোকেট আজমেরী বেগম ছন্দা, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, হেলাল উদ্দিন চৌধুরী, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন খান, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার, মহানগর যুগ্ম আহ্বায়ক মুফতি আরিফ বিন শহীদ, মোঃ ফিরোজ আলম, নগর সদস্য এনামুল হক আখন্দ, দেলোয়ার হোসেন রিপন, রবিউল ইসলাম, ছাত্র মিশনের সভাপতি সৈয়দ মোঃ মিলন ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন।
বিক্ষোভ মিছিলটি পুরানা পল্টন আল রাজি কমপ্লেক্স থেকে শুরু হয়ে সচিবালয়, তোপখানা রোড ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।