স্বধীনতার চেতনায় আপন স্বদেশ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 year ago

রিয়াজুল হক সাগর

৭ই মার্চের ভাষণ গণ জোয়ারের ডাক দিলেন যিনি, তিনি আমাদের বাঙ্গালী জাতির মহা নায়ক, বঙ্গবন্ধু শেখ মুজিবআশার আলো জ্বালিয়ে দিয়ে লক্ষ কোটি জনতার বাচাঁর স্বপ্ন দেখালেন, এই স্বদেশ গড়ার কারিগর, বঙ্গবন্ধু শেখ মুজিব। নয়ন ভরা স্বপ্ন ছিল তার স্বদেশ গড়ার নেশায় ব্যকুল, তিনি আমাদের শ্রেষ্ঠ বাঙ্গালীর কাল পুরুষ, বঙ্গবন্ধু শেখ মুজিব, সেদিন জনতার ভিরে একটি মাত্র কবিতা শোনালেন, মুক্তিগামি জনতার উদ্দেশ্যে, লক্ষ কোটি বাঙ্গালীরপথ প্রর্দশক, বঙ্গবন্ধু শেখ মুজিব। এবারের সংগ্রাম আমাদের মিুক্তির সংগ্রাম, আমাদের স্বাধীনতার সংগ্রাম, তিনি আমাদের সোনার ছেলে, বঙ্গবন্ধু শেখ মুজিব, দেশের মাঠিকে রক্ষা করতেই ডাকদিলেন তিনি, আসুন এইস্বদেশকে রক্ষা করি বাঙ্গালী জাতির পিতা, বঙ্গবন্ধু শেখ মুজিব। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, এই নিজ ভূমিকে বাচাঁর লড়াইয়ে, মুক্তিগামি মানুষের স্বপ্নের নায়ক, বঙ্গবন্ধু শেখ মুজিব,আশার বানি শুনিয়ে ছিলেন ৭ই মার্চে অশুভ শক্তিকেভেঙ্গে দিলেন তিনি আমাদের কাল জয়ী এক মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব ।

  • স্বধীনতার চেতনায় আপন স্বদেশ