স্টোকস থাকলে ওভাল টেস্ট জিততো ইংল্যান্ড!??

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 32 minutes ago

আকাশ দাশ সৈকত

ভারতের বিপক্ষে ওভালে সিরিজের পঞ্চম টেস্টে যদি স্টোকস থাকতো তাহলে ইংলিশরা জিততো বলে মনে করেন সাবেক ইংলিশ তারকা ক্রিকেটার মাইকেল ভন।

ব্যাটে-বলে বর্তমান সময়টা দারুণ কাটাচ্ছিলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। সিরিজের চতুর্থ টেস্টে দারুণ পারফরম্যান্স করে ভালোই অবদান রেখেছিলেন দলের জন্য। তবে ওভালে সিরিজ নির্ধারণী পঞ্চম এবং শেষ টেস্টে বাইসেপস টেন্ডনের ইঞ্জুরির কারণে মাঠের বাইরে ছিলেন এই অলরাউন্ডার। তাইতো পুরো সিরিজে আলো ছড়িয়ে ব্যাট হাতে ৩০৪ রান আর বল হাতে ১৭ উইকৈট শিকার করেছেন ইংল্যান্ডের অধিনায়ক। স্টোকস না থাকার ম্যাচে দুর্দান্ত লড়াইয়ে ৬ রানে ম্যাচ জিতে ভারত। তবে যদি শেষ ম্যাচে স্টোকস থাকতো তাহলে ইংল্যান্ড জিততো বলে মনে করেন সাবেক ইংলিশ তারকা ক্রিকেটার মাইকেল ভন।

ভনের ভাষ্য মতে, এমন ম্যাচে যদি স্টোকস থাকতো তাহলে ইংল্যান্ড জিততো। পারফরম্যান্সের পাশাপাশি মানসিকতার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি। ভন বলেন, ‘আজ (৪ জুলাই) সকালে বেন স্টোকস যদি দলে থাকতো তাহলে ইংল্যান্ড এই টেস্ট ম্যাচটা জিততো। দলের মধ্যে সে বিশাল বড় একটা ভূমিকা পালন করে, বিশেষ করে মানসিকতায়।

উল্লেখ্য পঞ্চম দিনের সকালে স্বাগতিকদের হাতে ৪ উইকেট থাকার পরও ৩৫ রানের সহজ সমীকরণের মিল করতে পারেনি ইংলিশরা।

  • স্টোকস থাকলে ওভাল টেস্ট জিততো ইংল্যান্ড