জনপ্রিয়

সৌম্য এবং একটা প্রত্যাবর্তন!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago

ক্রিড়া প্রতিবেদক

বছরখানেক আগের কথা বটে, টানা অফফর্ম আর ব্যাটিং ব্যর্থতায় বারবার দল থেকে পড়েছিলেন বাদ, সমলোচনা ছাড়েনি তার পিছু, হোঁচট খেয়েছিলেন আবার উঠেও দাঁড়িয়েছেন তবে মধ্যেখানে কেমন যেন এলোমেলো শট সিলেকশন, থিতু হতে গিয়ে বারবার ফিরতে হতো ডেসিংরুমে! তবে অনেক সংগ্রাম আর পরিশ্রমের চেষ্টায় সৌম্য আজ ফিরেছে কাঙ্ক্ষিত গন্তব্যে………! ২০ ডিসেম্বর নেলসন পার্ক! সৌম্যের জন্য স্মৃতি হয়ে থাকবে আজীবন গেঁথে যাবে ভক্তদের মনে, নেলসনের ওই ম্যাচটা বাংলাদেশ সাত উইকেটে হেরে গেলেও উল্থান পতনের এই গল্পে সৌম্যের জন্য সেটা নতুন প্রত্যাবর্তন…অন্য ব্যাটাররা আসা যাওয়ার মিছিলে থাকলে সৌম্য একাই লড়ে লিখেছিলেন রুপকথার গল্প…সেইদিন অ্যাডাম মিলনে, জর্জ ক্লার্কসনদের গতিকে পরাজিত করে উঠে গেছিলেন ইতিহাসের পাতায়.. হয়েছিলেন দেশের বাইরে প্রথম বাংলাদেশি হিসেবে এক ইনিংসে সর্বোচ্চ রানের মালিক…..! গল্পটা এইখানে শেষ নয় সৌম্যের উল্থান পতনের গল্পে সমর্থন দিয়ে পাশে ছিলো অনেকে, যারা সৌম্যের দূর্দিনেও পিছু হটে যায়নি, অফফর্ম কিংবা দল থেকে বাদ পড়ার মুহুর্তগুলো খুব সামনে থেকে দেখেছে অনেকেই…যাদের বলা হতো সৌম্যয়ান….ফর্মে ফিরতে প্রার্থনা সমলোচকদের পথে বলি কথা বলতে গিয়ে কতো না হয়েছে সামলোচনার স্বীকার…আবেগে সৌম্যের ব্যর্থের দিনে কান্না করেছিলো অনেকে …বুক ছিঁড়ে হৃদয়ের গহীনে কষ্ট নিয়ে তারাও একদিন ভেবেছিলো অন্যদের গল্প শুনিয়েছিলো সৌম্য ফিরবে চিরচেনা রুপে ক্রিকেটের বাইশ গজে শুধু একটু সময়ের প্রতিক্ষা…! ২০১৫-২৫ গল্পটা দশ বছরের। এতো সহজে তো ভুলে যাওয়ার কথা না, নানা ঝড় আর সংগ্রাম শেষে সৌম্য ফিরে এসেছে পুরনো ছন্দে ওয়েষ্ট ইন্ডিজে অনুষ্ঠিত গ্লোবাল টুর্নামেন্টের মাধ্যমে..এরপর চোটে ছিটকে গেলেও সৌম্য ফিরেছে বিপিএল…বড় বড় মিডিয়াগুলো এখন লিপ্ত আছে সৌম্যের নিউজ কাভারে, সৌম্যের ছন্দ নিয়ে লিখা হচ্ছে নেটপাড়ায় ,লিখছেন সৌম্যকে নিয়ে কথা হচ্ছে, তবে সৌম্যয়ানরা এখনো দেখছে আর ভাবছে, সৌম্যের প্রত্যাবর্তনের গল্প……!

  • সৌম্য এবং একটা প্রত্যাবর্তন!