জনপ্রিয়

সুন্দরগঞ্জ উপজেলায় প্রথম মডেল মসজিদ নির্মাণ হচ্ছে

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 7 months ago

মোনতাসির বিল্লাহ মুন্না (স্টাফ রিপোর্টার): সুন্দরগ‌ঞ্জে (গাইবান্ধা) “ম‌ডেল মস‌জি‌দ” এর নির্মাণ কাজ শুরু। জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান কর্তৃক প্রতি‌ষ্ঠিত “ইসলা‌মিক ফাউন্ডেশ‌ন বাংলা‌দেশ” এর অর্থায়ন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার নি‌র্দে‌শে উপ‌জেলার পূর্ব বাইপা‌সে গতকাল (১৪ মে) থে‌কে ম‌ডেল মস‌জিদ এর নির্মাণ কাজ শুরু হ‌য়ে‌ছে। জেলা প্রশাসক ও জেলা ম্যা‌জি‌স্ট্রেট কাজী না‌হিদ রসুল স্যা‌রের দিক নি‌র্দেশনায়। ম‌ডেল মসজিদ নির্মা‌ণের সা‌র্বিক তত্ত্বাবধা‌নের দায়িত্ব পালন কর‌ছেন, সৎ, সাহসী ও মান‌বিক উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ত‌রিকুল ইস‌লাম। ম‌ডেল মস‌জিদ নির্মাণে তি‌নি সক‌লের সহ‌যো‌গিতা কামনা ক‌রে‌ছেন।

  • সুন্দরগঞ্জ উপজেলায় প্রথম মডেল মসজিদ নির্মাণ হচ্ছে