জনপ্রিয়

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮ জন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 month ago

সুনামগঞ্জ সংবাদদাতা:

সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ১১ টায় জেলা শিল্পকলা একাডেমিতে এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৮ জন আহত হয়েছে।

জানা যায়, সদ্য ঘোষিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে পরিচিত সভার আয়োজন করা হয়। সকাল ১১ টার দিকে কমিটিতে পদ বঞ্চিত ছাত্র আন্দোলনের ২০-৩০ জনের একটি গ্রুপ শিল্পকলা একাডেমিতে আসে। এসময় কথা-কাটাকাটিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়।

সদ্য ঘোষিত কমিটির আহ্বায়ক ইমন উদদোজা জানান,আজ আমাদের ঘোষিত কমিটির পূর্বনির্ধারিত প্রোগ্রাম ছিল। হঠাৎ করে কয়েকজন এসে আমাদের উপর হামলা করে। হামলায় ইমন, সিয়াম, মুনা, জ্যোতি, সাকিব, শফিকুল, রাতুল, আশরাফ প্রমুখ আহত হয়।

অপরদিকে প্রতিবাদী পক্ষের সমন্বয়ক উসমান আলী জানান, আমরা আজকের প্রোগ্রামে সাধারণ ছাত্র হিসেবেই অংশগ্রহণ করি। উদ্যেশ্য ছিল কেন্দ্রীয় সমন্বয়কের সাথে আমাদের অভিযোগের ব্যাপারে কথা বলা। কিন্তু শিল্পকলা একাডেমিতে আসার পরপরই তারা উৎপেতে থাকে ও লাঠিসোঁটা নিয়ে আমাদের উপর হামলা করে। হামলায় উসমান, নিহাল, সাইমন, বায়েজিদ, মঈনুল, মাহমুদুল, জুবায়ের, আকাশ, মিজান, ফাহিম, সোহানসহ অনেকেই আহত হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। সেনাবাহিনী ও উপজেলা প্রশাসন উভয় পক্ষের সাথে কথা বলে সমাধানের চেষ্টা করছেন। অভিযোগের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্রদের নিয়ে গত ১০ নভেম্বর ইমন উদদোজাকে আহ্বায়ক, মেহেদী হাসান সাকিবকে সদস্য সচিব করে সুনামগঞ্জে জেলা কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বৈষম্যবিরোধী ছাত্রদের সংগঠন। এর প্রতিবাদে ১২ নভেম্বর ঘোষিত কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন করে অপর একটি পক্ষ। এসময় ইমনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করে তারা।

এর আগে গত ২৪ অক্টোবর সুনামগঞ্জে চাঁদাবাজি, তদবির বাণিজ্য ও বেআইনি কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনে ইমন উদ দোজা নামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা ইমনদ্দোজাকে অবাঞ্ছিত ঘোষণা করে ছাত্রদের ওই পক্ষ।

নদীতে অবৈধ বালু বোঝাই নৌযানে চাঁদাবাজি, সরকারি বিভিন্ন দফতরে প্রভাব বিস্তার ও ছাত্রজনতার উপর হামলায় অভিযুক্তদের গ্রেফতার না করতে তদবিরসহ নানা অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।

শহরের পুলিশ ক্যাফেতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওই পক্ষের নেতারা।

  • সুনামগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮ জন