জনপ্রিয়

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিজিবির জনসচেতনতা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

মারুফ খন্দকার (দোয়ারাবাজার, সুনামগঞ্জ)

বিজিবি’র উদ্যোগে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী শ্রীপুর ইউনিয়নের বড়ছড়া এলাকায় জনসচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বালিয়াঘাটা, টেকেরঘাট ও চাঁনপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধ সীমান্ত পারাপার বন্ধ, মাদকদ্রব্যসহ সকল ধরনের চোরাচালান রোধ, সীমান্তের শূন্যলাইনে গবাদি পশু না চরানো, অবৈধ পাথর উত্তোলন বন্ধ এবং নারী ও শিশু পাচার রোধকল্পে বিভিন্ন প্রেষণা প্রদান করা হয়। সভা শেষে বিজিবির মানবিক ও জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে সীমান্তবর্তী জনসাধারণকে আন্তঃসীমান্ত অপরাধমূলক কর্মকাণ্ড থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে বিজিবির পক্ষ থেকে তাদের মাঝে মাছ ধরার জালসহ বিভিন্ন উপকরণ ও সরঞ্জামাদি বিতরণ করা হয়।

  • সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিজিবির জনসচেতনতা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা অনুষ্ঠিত