জনপ্রিয়

সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে সচিবালয়ের ঘটনার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 16 hours ago

নিজস্ব প্রতিনিধি

রাজধানীর সেগুন বাগিচায় সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনার সাত নম্বর ভবনের প্রতিটি দপ্তরের সিসিটিভি ভিডিও সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ২৬ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভেতরে থাকা সিসি ক্যামেরার ভিডিও এরই মধ্যে সংগ্রহ করা হয়েছে। তবে ভিডিওতে অগ্নিকাণ্ডের কারণ বোঝা গেছে কিনা এ বিষয়ে তিনি কিছু বলেননি। সাংবাদিকদের তিনি তদন্ত প্রতিবেদন পাওয়া পর্যন্ত অপেক্ষা করার কথা বলেছেন।

তিনি বলেন, একজন করে এসপি ও এএসপি সহ আইন-শৃঙ্খলা বাহিনীর ৫৬০ জনের মত সদস্য সচিবালয়ের নিরাপত্তায় দায়িত্ব পালন করেন। ব্রিফিং এ জানানো হয় সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনার কারণ ও উৎস খুঁজে বের করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছে সরকার। এ কমিটিকে আগামী তিন দিন দিনের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ২৫ ডিসেম্বর মধ্যরাতে সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের ১৯ টি ইউনিটের চেষ্টায় প্রায় ছয় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এই ভবনে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, ডাক ও টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি, শ্রম ও কর্মসংস্থান, যুব ও ক্রীড়া স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় সড়ক পরিবহন সেতু বিভাগ রয়েছে।

  • সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে সচিবালয়ের ঘটনার