জনপ্রিয়

সিরাজগঞ্জ চেম্বারস অব কমার্স ইন্ডাস্ট্রিস এর নতুন প্রেসিডেন্ট হয়েছে সাইদুর রহমান বাচ্চু

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 21 hours ago

মোঃসুজন আহমেদ, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

সিরাজগঞ্জ জেলার চেম্বার অব কমার্স আ্যান্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে সিরাজগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।

শুক্রবার( ২৭ ডিসেম্বর) চেম্বার হলরুমে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজ ৪০তম বার্ষিক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের মৌখিক ভোটের মাধ্যমে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন।

সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রোমানা মাহমুদ।

সবাই নির্বাচিত প্রেসিডেন্ট, সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জে ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় তিনি কাজ করে যাবেন।

সিরাজগঞ্জে উৎপাদিত পণ্য যাতে দেশ ও দেশের বাইরে রপ্তানি করে সিরাজগঞ্জের অর্থনৈতিক বিপ্লব ঘটানো যায়। সে লক্ষ্যে তিনি ব্যবসায়ীদের পাশে থেকে আজীবন কাজ করার অঙ্গীকার করেন তিনি।

  • সিরাজগঞ্জ চেম্বারস অব কমার্স ইন্ডাস্ট্রিস এর নতুন প্রেসিডেন্ট হয়েছে সাইদুর রহমান বাচ্চু