মোঃ রেজাউল করিম খান, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে সাধারণ ক্রেতাদের মাঝে স্বল্প মূল্যে দুধ, ডিম, মাংস,মাঠা ও ঘোল বিক্রয়ের জন্য স্টলের উদ্বোধন করা হয়েছে। এই বিক্রয় কার্যক্রম ঈদের আগের দিন পর্যন্ত চলমান থাকবে। গরুর দুধ -৭০ টাকা( প্রতি লিটার), ঘোল ৮০ -( প্রতি লিটার) মাঠা -১০০ টাকা( প্রতি লিটার), ডিম- ৯ টাকা (প্রতি পিস ),গরুর মাংস -৬৫০ টাকা (প্রতি কেজি), খাসির মাংস- ৯৫০ টাকা (প্রতি কেজি)। সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ বিভাগ সিরাজগঞ্জ এর উদ্যোগে সোমবার (২৫ মার্চ) সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশন মুক্তির সোপান গেট সামনে উক্ত বিক্রয় স্টল উদ্বোধন ও পরিদর্শন করেন, উদ্বোধক ছিলেন , সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ওমর ফারুক। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর পৌরসভার প্যানেল মেয়র-(২) রিয়াদ রহমান । এ সময়ে সিরাজগঞ্জ জেলা প্রাণিসম্পদ বিভাগের ভেটেনারি অফিসার-ডাঃ মোঃ শাহাবুদ্দিন, জেলা ট্রেনিং অফিসার-ডাঃ মোঃ হাবিবুর রহমান, প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার- ডাঃ রৌশনি আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, এল ডি ডি পি প্রকল্পের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সাইফুল ইসলাম , এল ডি ডি পি প্রকল্পের জেলা মনিটরিং কর্মকর্তা মোঃ রাজু আহমেদ, চর অঞ্চল প্রকল্পের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ,- ডাঃ মোঃ সোহেল , উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা/ভিএফএ গণ ও প্রজেক্ট ম্যানেজার, এনডিপি- মোঃ মাসুদ মন্ডল সহ গ্রাহকগণ উপস্থিত ছিলেন।