জনপ্রিয়

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভি জিএফ চাউল চুরির অভিযোগে ইউপি সচিব গ্রেফতার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 3 weeks ago

মোঃসুজন আহমেদ, উল্লাপাড়া সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভিজিএফ চাউল চুরির অভিযোগে বাঙ্গালা ইউনিয়নের সচিব কে গ্রেফতার করেছে উল্লাপাড়া থানা পুলিশ। উপজেলার বাঙ্গালা ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় দের মাঝে ভিজিএফ চাউল বিতরণ কালে অভিযোগের ভিত্তিতে বাঙ্গালা ইউনিয়ন পরিষদের কক্ষ থেকে ২০ বস্তা চাউল পাওয়া যায়। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্লিপের মাধ্যমে ২০০০ হাজার ৪৮৩ জন সুবিদা ভোগিদের মাঝে চাউল বিতরণ করার কথা থাকলে এর মধ্যে ২২৩ জন সুবিধা ভোগী চাউল পাননি। পরবর্তীতে জানা যায় চাউল ফুরিয়ে গেছে দিতে পারছে না। তখন জনগণ এই নিয়ে আলোচনা শুরু করে এক পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এই সময় বাঙ্গালা ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ও স্থানীয় বিএনপি নেতাকর্মীর সহযোগিতায় ইউনিয়ন পরিষদের বিভিন্ন কক্ষ তল্লাশি করে সাদা বস্তা ভর্তি ৮০০ কেজি চাউল পাওয়া গেছে অভিযোগ উঠে এসেছে দুই হাজার কেজি চাউলের মধ্যে ৮০০ কেজি চাউল পাওয়া গেলেও ইউপি সচিব মোহাম্মদ হেলাল উদ্দিন আগেই ১৪০০ কেজি চাউল সরিয়ে ফেলেছে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, ঘটনা স্থলে গিয়ে পুলিশের সহায় উদ্ধারকৃত চাউল ও সচিব মোহাম্মদ হেলাল উদ্দিনকে উল্লাপাড়া মডেল থানায় নিয়ে যাওয়া হয়।