সিংড়া পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 months ago

সিংড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের সিংড়া পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৩ জুন) দুপুর সাড়ে ১২টায় পৌর কনফারেন্স রুমে এ বাজেট ঘোষণা করা হয়।

বাজেট অধিবেশনে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম।

মোট ৩০ কোটি ৮৬ লাখ হাজার ৪২ হাজার ৫০৫ টাকা ২৭ পয়সা বাজেট ঘোষণা করা হয়। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ২৮ কোটি ৬ লাখ ২৩ হাজার টাকা এবং সমাপনী স্থিতি রাখা হয়েছে ২ কোটি ৮০ লাখ ১৯ হাজার ৫০৫ টাকা ২৭ পয়সা।

বাজেট অধিবেশনে বক্তব্য দেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মতিন, সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, পৌর নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম খান, হিসাবরক্ষণ কর্মকর্তা ওমর ফারুক প্রমূখ।

  • সিংড়া পৌরসভার উন্মুক্ত বাজেট ঘোষণা