জনপ্রিয়

সিংড়ায় যুবলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 1 day ago

সিংড়া (নাটোর) প্রতিনিধি

অপারেশন ডেভিল হান্টের অভিযানে নাটোরের সিংড়া উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মো. শরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের চাঁদপুর থেকে তাকে গ্রেপ্তার করে শনিবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ।শরিফুল ইসলাম উপজেলার সরাবাড়ি গ্রামের মো. আরমান আলীর ছেলে। উপজেলা যুবলীগের সাবেক সভাপতি হলেও বর্তমানে আওয়ামী লীগ বা অঙ্গসংগঠনের কোনো পদে নেই তিনি।ওসির দায়িত্বে থাকা সিংড়া থানার পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০২৩ সালে বিএনপির পদযাত্রায় হামলার ঘটনায় গত বছরের সেপ্টেম্বর মাসে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।উল্লেখ্য, ২০২৩ সালের ১১ ফেব্রুয়ারি বিএনপির পদযাত্রায় প্রস্তুতির সময় উপজেলার কৈগ্রাম এলাকায় অতর্কিত হামলা চালিয়ে বিএনপির নেতাকর্মীদের মারধর ও হত্যার হুমকি দেয়া হয়।রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর গত বছরের ৩রা সেপ্টেম্বর রামানন্দ খাজুরা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম বাদী হয়ে সিংড়া থানায় একটি মারধর ও হুমকির মামলা করেন। এ মামলায় সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৩০-৪০ জনকে আসামি করা হয়।