সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বিয়াশ কারিকরপাড়া ঈদগাহ মাঠ থেকে ভদ্রাবতী নদী পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার কাঁচা রাস্তা দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। জনবহুল এই রাস্তাটি দিয়ে প্রতিদিন পাঁচটি পাড়ার প্রায় ৩ হাজার মানুষ ও শতাধিক শিক্ষার্থী যাতায়াত করে। চলনবিলের কৃষিপণ্য পরিবহনের জন্য এ রাস্তাটিই একমাত্র মাধ্যম।
স্থানীয়রা জানান, আজ থেকে প্রায় ১০ বছর আগে নিজেদের উদ্যোগে চাঁদা তুলে রাস্তা নির্মাণ করেছিলেন। কিন্তু এতদিনেও পাকা হয়নি। অবশেষে ক্ষোভ প্রকাশ করে রিমঝিম বৃষ্টির মধ্যে শতাধিক এলাকাবাসী কাদায় দাঁড়িয়ে রাস্তা পাকাকরণের দাবি জানান।
চক আদিত্য গ্রামের বাসিন্দা আনিছুর রহমান, আঃ মতিন, মহসিন ও স্কুলশিক্ষক ইসমাইল বলেন, “বিগত সরকারগুলোর সময় প্রতিবার ভোটের আগে রাস্তা পাকাকরণের প্রতিশ্রুতি দেওয়া হলেও আজও বাস্তবায়ন হয়নি।”
বড় আদিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মতিন জানান, “এলাকা থেকে শতাধিক শিক্ষার্থী প্রতিদিন স্কুলে আসে। বর্ষাকালে কর্দমাক্ত রাস্তায় চলাচল করা খুবই কষ্টসাধ্য। এতে শিক্ষার মারাত্মক ক্ষতি হচ্ছে।”
ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল মজিদ মামুন বলেন, “চলতি অর্থবছরের ডিসেম্বরের মধ্যে কারিকর পাড়া থেকে মীরপাড়া পর্যন্ত ৫০০ মিটার রাস্তা পাকাকরণের কাজ শুরু হবে। বাকি অংশ পাকাকরণের প্রস্তাব সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু জানান, “আমি নিজে সরেজমিনে গিয়ে দেখেছি। আমরা আন্তরিকভাবে কাজ করছি যাতে রাস্তাটি দ্রুত পাকা করা যায়।”