সিংড়া (নাটোর) প্রতিনিধি
নাটোরের সিংড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরকোল ইউনিয়ন শাখার উদ্যোগে ও আবু বকর শেরকোলী এমপি ফাউন্ডেশনের সার্বিক অর্থায়নে তিনটি পৃথক জায়গায় গভীর নলকূপ (টিউবওয়েল) স্থাপন করা হয়েছে।শুক্রবার (৯ মে) বেলা ১১টায় শেরকোল ইউনিয়নের কংশপুর, মাঝপাড়া ও পুঠিমারী বাজারে নলকূপ স্থাপনের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও নাটোর-৩ (সিংড়া) আসনে জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রফেসর সাইদুর রহমান।এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ ব ম আমান উল্লাহ্, সেক্রেটারী অধ্যাপক এন্তাজ আলী, ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুর রহিম, সেক্রেটারি লোকমান হোসেন মজনু, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি ইমরান ফরহাদ, শেরকোল ইউনিয়ন সভাপতি মাহমুদুল হাসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।