জনপ্রিয়

সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠাই বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার : ডা. ইরান

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 week ago

[প্রেস বিজ্ঞপ্তি]

শহীদ বুদ্ধিজীবীদের হত্যা করে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি স্বাধীনতা সংগ্রামকে বাধাগ্রস্থ করতে চেয়েছে মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, শহীদরা আমাদের গর্ব ও অহংকার। আমরা দল-মত ভুলে নতুন বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়তে চাই। সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠাই বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার।

ডাঃ ইরান বলেন, ১৯৭১ সালে ১৪ ডিসেম্বর বিজয়ের মুহুর্তে বাংলার মেধাবী-বুদ্ধিজীবীদের পরিকল্পিত ভাবে হত্যার মহোৎসব চালিয়েছে। স্বাধীনতার ৫৩ বছরেও প্রত্যাশা করছি গনতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার। বাকশালি অপশক্তি ও ভারতীয় আগ্রাসীশক্তি বাংলাদেশকে পঙ্গু রাষ্ট্রে পরিনত করেছে। তারা সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। আমরা শহীদ বুদ্ধিজীবীদের সম্প্রতির চেতনায় সকল দেশপ্রেমিক রাজনৈতিক শক্তির ঐক্যের মাধ্যমে ভিনদেশী অপশক্তিকে মোকাবিলা করতে চাই।

তিনি আজ ১৪ ডিসেম্বর (শনিবার) বিকাল চারটায় শহীদ বুদ্ধিজীবী দিবসে নয়াপল্টন দলীয় কার্যালয়ে বাংলাদেশ লেবার পার্টির আলোচনা সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন।

সভায় বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম রাজু, এডভোকেট জহুরা খাতুন জুঁই, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, ঢাকা মহানগর সহ সভাপতি মোঃ মাসুদ আলম পাটোয়ারী, মোঃ ফিরোজ হোসেন, ছাত্রমিশনের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ মিলন ও সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম মামুন, কামরাঙ্গীরচর থানা আহবায়ক লোকমান হাসান, সদস্য সচিব মোঃ আবদুর রহমান, সদস্য শুক্কুর মোল্লা প্রমুখ।

  • সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠাই বুদ্ধিজীবী দিবসের অঙ্গীকার : ডা. ইরান