মোঃ হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি
জমি দখল, চাঁদাবাজি ও হত্যাচেষ্টা মামলার আসামী ঠাকুরগাঁও ২ আসনের সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনের জামিন ও রিমান্ড নামুঞ্জর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় সুজনকে জুডিশিয়াল মেজিস্ট্রেট আদালতে তোলা হলে এ রায় দেন বিচারক রহিমা খাতুন। এসময় মামলার বাদি হাবিবুল ইসলাম বাবলু জানান, মাজহারুল ইসলাম সুজনের রিমান্ড মঞ্জুর করা জরুরি ছিল। কিন্তু বিচারক তা করেন নি। এতে মনে হচ্ছে ন্যায় বিচারে শংকা রয়েছে। আর বাদি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট জয়নাল আবেদিন জানান, আদালতের বিচারক রিমান্ড ও জামিন না মঞ্জুর করে জেল গেটে জিঙ্গাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। আমরা মনে করছি। ন্যায় বিচারের শংকা রয়েছে। এ মামলায় ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০ জনকে আসামী করে আদালতে মামলাটি করা হলে আদালতের বিচারকের নির্দেশে গেল (১১ সেপ্টেম্বর) সদর থানায় মামলাটি রুজু করার হয়।