সান্ডারল্যান্ড থেকে বসুন্ধরা কিংসে কিউবা মিচেল!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 11 hours ago

আকাশ দাশ সৈকত

ইংল্যান্ডের ক্লাব সান্ডারল্যান্ড অনূর্ধ্ব-২১ থেকে বাংলাদেশ ঘরোয়া ফুটবলের অন্যতম শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংসে নাম লিখিয়েছেন কিউবা মিচেল।

আজ আসন্ন এএফসি চ্যালেঞ্জ লিগের জন্য খেলোয়াড় নিবন্ধনের শেষদিন ছিলো। আর শেষদিনে দেশের ফুটবল অঙ্গনে বড় বিস্ময় সৃষ্টি করলেন ঘরোয়া ফুটবলের অন্যতম ক্লাব বসুন্ধরা কিংস। ইংল্যান্ডের সান্ডারল্যান্ড থেকে বসুন্ধরা কিংসে নিবন্ধিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার কিউবা মিচেল। নিয়ম অনুযায়ী ইউরোপ থেকে কোন ফুটবলার নিবন্ধন করতে হলে বড় অঙ্কের রিলিজ ক্লজ ব্যয় করতে হয় স্বদেশী ক্লাবগুলোকে। তবে কিউবাকে নিজেদের ডেরায় আনতে কত টাকা গুনতে হয়েছে বসুন্ধরাকে এই বিষয়ে পরিস্কার কিছু জানা যায়নি।

তবে এই বিষয়ে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান বলেন, ‘কিউবা মিচেল বসুন্ধরা কিংসের হয়ে খেলবে। ৩-৪ দিনের মধ্যে সে ঢাকায় আসবে আশা করি।’ কিউবা মিচেল ইংল্যান্ডের অন্যতম শীর্ষস্থানীয় ক্লাব সান্ডারল্যান্ডের সঙ্গে ছিলেন। বয়স ভিত্তিক পর্যায়ে ইউরোপের বড় ক্লাবগুলো ফুটবলারদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি করে। কিংসের সভাপতি ইমরুল হাসান অবশ্য স্পষ্ট করেই বললেন, ‘ধারে নয়, সে পুরোপুরি কিংসের খেলোয়াড়।’

এইদিকে মিচেল ঢাকায় পা রেখে যোগ দিবেন কিংসের ক্যাম্পে। ১২ আগস্ট দলটির হয়ে মাঠে নামার পর যোগ দিবেন বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের স্কোয়াডে।

  • সান্ডারল্যান্ড থেকে বসুন্ধরা কিংসে কিউবা মিচেল!