আকাশ দাশ সৈকত
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্য জাতীয় দলের দরজা সবসময় খোলা বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু।
দেশের রাজনৈতিক পটপরিবর্তনের কারণে দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে আছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে শেষ টেস্ট খেলে বিদায়ও নিতে চেয়েছিলেন এই অলরাউন্ডার। তবে দেশে বিক্ষোভের কারণ সেটা আর হয়ে উঠেনি। তবে সাকিব জাতীয় দলে না থাকলেও বর্তমানে খেলছেন ওয়েস্ট ইন্ডিজে গ্লোবাল সুপার লিগে। যেখানে দিল্লি ক্যাপিটালসের হয়ে নিজের প্রথম ম্যাচেই জ্বলে উঠে এই অলরাউন্ডার। এমন পারফরম্যান্সে যখন প্রশ্ন উঠে তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্তাদের উত্তর দিতে হয়। আবার অনেক বোর্ড কর্তাই বলেন সাকিবকে দলে ফেরানোর বিষয়টি দেখছেন নির্বাচক এবং টিম ম্যানেজমেন্টরা।
সম্প্রতি শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের ভরাডুবি আর জিএসএলে সাকিবের পারফরম্যান্সের এরপরই আবার সাকিবকে দলে ফেরানো নিয়ে কথা হচ্ছে। এমন অবস্থায় বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর, তারা চিন্তা করছে…’
তিনি সাকিবের ফেরার ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘আগে কীভাবে চলেছে জানি না কিন্তু এখন বর্তমান সভাপতি পুরো দায়িত্ব ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ওপর দিয়েছেন। তাদেরও নজরে এসেছে। সেটা দেখা হবে। তারা অবশ্যই এই ব্যাপারটি দেখবে।