সাংবাদিক তুহিন ও সাংবাদিক আনোয়ার হত্যার ঘটনায় বাংলাদেশ ইউনিটি প্রেস ক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 2 days ago

সম্পাদকীয়

বাংলাদেশ ইউনিটি প্রেস ক্লাব (BUPC) এক বিবৃতিতে সাংবাদিক তুহিন ও সাংবাদিক আনোয়ারকে নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর শোক, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে।

সংগঠনটি এই ঘটনাকে সাংবাদিকতার স্বাধীনতার উপর বর্বরোচিত হামলা ও মতপ্রকাশের স্বাধীনতার নগ্ন লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে

প্রেস ক্লাবের সভাপতি দেলোয়ার হোসেন মাহাদী ও সাধারণ সম্পাদক শেখ রায়হান চৌধুরী এক যৌথ বিবৃতিতে বলেন—“সাংবাদিক তুহিন ও সাংবাদিক আনোয়ারকে পরিকল্পিতভাবে হত্যা করা শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, এটি গোটা সংবাদ জগতের জন্য এক গভীর আঘাত। আমরা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীর দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

বিবৃতিতে আরও বলা হয়, দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের ঘটনা ক্রমবর্ধমান হওয়া গণতন্ত্র, আইনের শাসন ও গণমাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি। এ ধরনের ঘটনা বন্ধ না হলে স্বাধীন সাংবাদিকতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।

বাংলাদেশ ইউনিটি প্রেস ক্লাব নিহত সাংবাদিকদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তাদের পাশে থাকার ঘোষণা দিয়েছে এবং দেশের সকল সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের ঐক্যবদ্ধভাবে এই হত্যার প্রতিবাদে মাঠে নামার আহ্বান জানিয়েছে।

  • সাংবাদিক তুহিন ও সাংবাদিক আনোয়ার হত্যার ঘটনায় বাংলাদেশ ইউনিটি প্রেস ক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ