সাংবাদিকদের ঐক্য, অধিকার ও নিরাপত্তার লক্ষ্যে ‘বাংলাদেশ ইউনিটি প্রেস ক্লাব (বিইউপিসি)’ – ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 5 hours ago

সম্পাদকীয়

সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার আদায়, ঐক্যবদ্ধতা ও ন্যায়বিচার নিশ্চিতে একদল সচেতন ও সক্রিয় সাংবাদিক মিলে নতুন একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন। সংগঠনটির নাম ‘বাংলাদেশ ইউনিটি প্রেস ক্লাব (বিইউপিসি)’। সাম্প্রতিক সময়ে সাংবাদিকদের উপর হামলা, মামলা ও নির্যাতনের বিরুদ্ধে কার্যকর ভূমিকা রাখার পাশাপাশি সাংবাদিক সমাজের মধ্যে ঐক্য গড়ে তোলার লক্ষ্যে এই সংগঠনটির যাত্রা শুরু হয়েছে। এ সংগঠনের মাধ্যমে সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা রক্ষা এবং সারাদেশব্যাপী সংগঠনের বিস্তার ঘটিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে শক্তিশালী কমিটি গঠন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সম্প্রতি একটি ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে, যারা আগামী দিনে সংগঠনের গঠনতন্ত্র প্রণয়ন, কেন্দ্রীয় কমিটি গঠন এবং জেলা-উপজেলা পর্যায়ে কমিটি বাস্তবায়নের কার্যক্রম পরিচালনা করবেন। আহ্বায়ক কমিটির সদস্যরা হলেন: (১) শেখ রায়হান চৌধুরী (সম্পাদক ও প্রকাশক দৈনিক জাগ্রত মাতৃভূমি, স্টাফ রিপোর্টার-জাতীয় দৈনিক মাতৃজগত) – আহ্বায়ক সদস্য (২) মোঃ হাবিব (দৈনিক জাগ্রত মাতৃভূমি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি/প্রচার সম্পাদক) – আহ্বায়ক সদস্য (৩) মোঃ শহীদ হাসান (সম্পাদক ও প্রকাশক বিশ্বের আলো টিভি) – আহ্বায়ক সদস্য (৪) মোঃ মনির হোসেন (ঠাকুরগাঁও সদর প্রতিনিধি-দৈনিক জাগ্রত মাতৃভূমি) – আহ্বায়ক সদস্য (৫) মুহাম্মদ এরশাদুল ইসলাম (বরগুনা জেলা প্রতিনিধি-দৈনিক জাগ্রত মাতৃভূমি, স্টাফ রিপোর্টার-প্রতিদিনের স্বদেশ) – আহ্বায়ক সদস্য (৬) মোঃ ইমান আলী (বার্তা সম্পাদক-দৈনিক জাগ্রত মাতৃভূমি) – আহ্বায়ক সদস্য (৭) অভিশেখ চন্দ্র রায় (রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি-দৈনিক দেশবাংলা, সাধারণ সদস্য ঠাকুরগাঁও গণমাধ্যমকর্মী কল্যাণ ট্রাস্ট) – আহ্বায়ক সদস্য (৮) ফাহমিদা ফিরোজ (নিউজ রুম এডিটর-দৈনিক জাগ্রত মাতৃভূমি ও পথিক টিভি) – আহ্বায়ক সদস্য (৯) আকাশ দাশ সৈকত (ক্রীড়া প্রতিনিধি-ভয়েজবিডি ২৪, বিশেষ প্রতিনিধি-দৈনিক জাগ্রত মাতৃভূমি) – আহ্বায়ক সদস্য (১০) দেলোয়ার হোসেন মাহদী (সম্পাদক-পথিক টিভি, নির্বাহী সম্পাদক-দৈনিক জাগ্রত মাতৃভূমি, জেলা ব্যুরো প্রধান-দৈনিক চেতনায় বাংলাদেশ) – আহ্বায়ক সদস্য (১১) বিজয় চন্দ্র রায় (পীরগঞ্জ উপজেলা প্রতিনিধি-দৈনিক জাগ্রত মাতৃভূমি) – আহ্বায়ক সদস্য আহ্বায়ক কমিটির সদস্যরা জানান, এই সংগঠনটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং দেশব্যাপী সব গণমাধ্যমকর্মীদের কল্যাণ ও পেশাগত ন্যায্যতার প্রশ্নে একটি নিরপেক্ষ ও সক্রিয় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। বাংলাদেশ ইউনিটি প্রেস ক্লাব (বিইউপিসি) ভবিষ্যতে জাতীয় ও স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ, আইনগত সহায়তা, মানববন্ধন, সেমিনারসহ নানা সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করবে বলেও আহ্বায়ক কমিটি জানিয়েছে। এখন সংগঠনটি সদস্য অন্তর্ভুক্তি কার্যক্রম পরিচালনা করছে এবং শিগগিরই গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হবে।

  • সাংবাদিকদের ঐক্য