জনপ্রিয়

সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হারালো বাংলাদেশ!

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago

আকাশ দাশ সৈকত

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচে আট উইকেটের বিশাল ব্যবধানে হেরে আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ হারানো বাংলাদেশ নারী দল। এই ম্যাচ দিয়ে আইসিসি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের এইবারের চক্র শেষ করলো বাংলাদেশ নারী দল। চলতি চ্যাম্পিয়নশিপে ৮ জয় আর ১১ হারে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সাতে অবস্থান করছে নিগার সুলতানা জৈতির দল। তবে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ জিততে পারলে তালিকার পাঁচে উঠে আসতো তারা সঙ্গে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে সরাসরি খেলতে পারতো বাংলাদেশ । কিন্তু শেষ ম্যাচে সফরকারীরা ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারের সাথে বিশ্বকাপে সরাসরি খেলার ও সুযোগ হারিয়েছেন। এইদিকে আইসিসির নিয়ম অনুযায়ী পয়েন্ট টেবিলের শীর্ষ পাঁচ দল সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তবে স্বাগতিক ভারত টেবিলের দুইয়ে থাকায় ছয় নম্বর দলেরও সরাসরি সুযোগ হচ্ছে। তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কাকে টপকে পাঁচে চলে যেত বাংলাদেশ। আর সেটা করতে পারলে বাছাই পর্ব ছাড়াই বিশ্বকাপ খেলতে পারত টাইগ্রেসরা। তবে হেরে যাওয়ায় বাছাইপর্ব খেলে বিশ্বকাপের টিকিট ধরতে হবে নাহিদা-নিগারদের।

  • সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ হারালো বাংলাদেশ!