মোঃ খালিদ হাসান নিশাদ (স্টাফ রিপোর্টার)
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর ৪ দশকের সমাপনী সমাবেশ সফল করার লক্ষ্যে গাজীপুর জেলার প্রাক্তন-বর্তমান নেতাকর্মীদের যৌথ সভা আজ ২৮ ডিসেম্বর’২৪, বিকেল ৩ ঘটিকায় সংগঠনের জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাজীপুর মহানগর শাখার সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা’র সঞ্চালনায় প্রাক্তন বর্তমান নেতৃবৃন্দ তাদের মতামত ব্যক্ত করেন। উপস্থিত ছিলেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সভাপতি ছাত্রনেতা মুক্তা বাড়ৈ,বাসদ গাজীপুর জেলার আহ্বায়ক আবদুল কাইয়ুম, সদস্য সচিব রাহাত আহমেদ।
সভা থেকে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সাবেক আহ্বায়ক আল আমীন হাওলাদার শ্রাবনকে আহ্বায়ক,হারুন অর রশিদ কে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট ৪ দশক উদযাপন কমিটি গঠিত হয়।