জনপ্রিয়

সন্ত্রাসীর ছুরিকাঘাতে ফেনীর প্রবাসী ব্যবসায়ী নিহত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 year ago

সংবাদ দাতা-ফাহমিদা ফিরোজ

দেশ টিভির প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তারের জেঠাতো ভাই মোহাম্মদ এমরাজ হোসেন সুমন। ফেনী জেলার দাগনভূঞা পৌরসভার জগত পুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ এমরাজ হোসেন সুমন। প্রায় দশ বছর আগে দক্ষিণ আফ্রিকায় ব্যাবসার কাজে যান। আজ ২৯শে মার্চ সকাল ১১টায় সন্ত্রাসীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন ফেনীর প্রবাসী মোহাম্মদ এমরাজ হোসেন সুমন। এরপর ঘটনাস্থলে দ্রুত নিকটস্থল চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে সেখানে ডাক্তাররা তাকে মৃত্যু ঘোষণা করেন। ইন্তেকালের সময় মোহাম্মদ এমরাজ হোসেন সুমনের বয়স ছিল ২৮।এছাড়াও বাসায় তার স্ত্রী এবং ছোট একটা ছেলে রয়েছে। দেশ টিভির প্রতিনিধি শেখ ফরিদ উদ্দিন আত্তার ঘটনাটি নিশ্চিত করে জানান যে, ঘটনাস্থলে নিহত হন এবং পরবর্তীতে তাকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার পরে চিকিৎসকরা মৃত্যু ঘোষণা দেন।তার এ-ই মৃত্যু দেহ কবে দেশে আনা হবে তা এখনো রিপোর্টে লেখা হয় নি। মোহাম্মদ এমরাজ হোসেন সুমনের এ-ই মর্মান্তিক ঘটনায় তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

  • সন্ত্রাসীর ছুরিকাঘাতে ফেনীর প্রবাসী ব্যবসায়ী নিহত