সখিপুরে ঘাতক ট্রাক কেড়ে নিল শিশু সাফওয়ানের প্রাণ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi JM TV
প্রকাশ: 2 days ago

টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের সখীপুরে ট্রাকচাপায় সোয়াদ আল সাফওয়ান নামের ৫ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে সখীপুর-গোড়াই সড়কের পৌর শহরের লাইফ কেয়ার ক্লিনিকের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাফওয়ান সখীপুর পৌরসভার ৫নং ওয়ার্ড গড়গোবিন্দপুর এলাকার মাসুদ রানার ছেলে।ঘটনাটি সিসি ক্যামেরা ফুটেজ ও স্বজনদের সূত্রে জানা গেছে, নানা বাড়ির উদ্দেশ্যে মাসুম-মিতু দম্পতি ছেলে সাফওয়ানকে নিয়ে ঢাকা-সখিপুর সড়কের পাশে লাইফকেয়ার ক্লিনিকের সামনে আসেন। সেখানে অটোরিকশা থেকে নেমে মিতু একাই সড়ক পার হয়ে অন্য পাশে যান। এ সময় শিশু সাফওয়ান তার বাবা মাসুমের পাশে অটোরিকশায় বসেছিল। পরে মাসুম অটোরিকশা থেকে নেমে ভাড়া পরিশোধ করছিলেন। এ সুযোগে সাফওয়ান মুহূর্তের মধ্যে রিকশা থেকে নেমে সড়ক পার হওয়ার জন্য দৌড় দেয়। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। চোখের সামনে এভাবে একমাত্র সন্তানকে হারাতে দেখে মিতু জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। অন্যদিকে মাসুম বাক্‌রুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন।সাফওয়ানের চাচা নাসির সরকার জানান মাসুম-মিতুর সুখের সংসার ছিল। একটি দুর্ঘটনা মুহূর্তের মধ্যে সব তছনছ করে দিয়ে গেল। মা-বাবার সামনে এমন হৃদয়বিদারক দুর্ঘটনা যেন পৃথিবীতে আর না ঘটে।এ বিষয়ে সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা বলেন পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আমরা আটক করতে সক্ষম হয়েছি। ট্রাক টি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।