সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও মর্যাদা রক্ষার লক্ষ্যে সাংবাদিক সুরক্ষা আইন-২০২৫ দ্রুত প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে শ্রীপুরে সাংবাদিকদের সম্মিলিত উদ্যোগে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ জুলাই) দুপুর ১২টায় শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। স্মারকলিপিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ গ্রহণ করেন এবং সাংবাদিকদের দাবিকে গুরুত্বের সঙ্গে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট উপস্থাপনের আশ্বাস দেন।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার প্রায় সকল প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখযোগ্য উপস্থিতির মধ্যে ছিলেন—
মোবারক হোসেন (সভাপতি, রিপোর্টার্স ক্লাব) মোঃ আবুল কাশেম (সাধারণ সম্পাদক) শামীম আহমেদ (সিনিয়র সহ-সভাপতি)
শাহিন আলম (সাংগঠনিক সম্পাদক)
রফিকুল ইসলাম (প্রচার সম্পাদক)
মনসুর আহমেদ মাহফুজ হাসান সিয়াম আল-আমিন বাদল আহমেদ আশরাফুল আলম
এছাড়াও আরও অনেক সাংবাদিক সেখানে উপস্থিত ছিলেন। স্মারকলিপি প্রদান শেষে উপজেলা প্রশাসন ভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এই মানববন্ধনে শ্রীপুর উপজেলা রিপোর্টার্স ক্লাব ছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা শ্রীপুর উপজেলা শাখা পৃথক ব্যানারে অংশগ্রহণ করে।
এসময় আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা-এর কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আলমগীর মোল্লা বক্তব্য প্রদান করেন। তিনি বলেন—
“সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা আজ হুমকির মুখে। অবিলম্বে সাংবাদিক সুরক্ষা আইন পাস করে এ পেশার স্বাধীনতা ও সম্মান রক্ষা করতে হবে।”
এছাড়াও মানববন্ধনে বক্তব্য দেন রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।
সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম বলেন—
“এখনই সময় সকল সাংবাদিক একত্রে হয়ে অধিকার রক্ষার আন্দোলনে অংশ নেওয়ার। সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতে একটি শক্তিশালী আইন পাস হওয়া সময়ের দাবি।”
সাংবাদিক আশরাফুল আলম বলেন—
“সাংবাদিক সুরক্ষা আইন ২০২৫ প্রণয়ন এখন আর বিলম্ব করার সময় নয়। আমরা প্রশাসনের কাছে এ বিষয়ে জরুরি পদক্ষেপ কামনা করছি।”