মোঃ হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রীর শিশুশ্রম নিরসন বিষয়ক মতবিনিময় সভায় সাংবাদিকদের আসন না দেয়া ও ঢুকতে না দেয়ার প্রতিবাদ জানান জেলার সংবাদকর্মীরা। অনুষ্ঠান বয়কট করে রোববার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘন্টাব্যাপি কর্মবিরতি পালন করে সাংবাদিকরা। এসময় ঠাকুরগাঁওয়ে কর্মরত সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিয়াউর রহমান বকুল বলেন, ভিতরে সাংবাদিকদের কোন আসন রাখা হয়নি এবং প্রবেশ করতে দেয়া হয়নি। এটি খুব অপমানজনক। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সভা বয়কট করে সভাকক্ষ ছেড়েছে জেলার সমস্ত সাংবাদিকরা। জার্নাল ওয়েব বিডি ও দৈনিক মুক্তি সমাচার জেলা প্রতিনিধি মোঃ হাবিব বলেন, আমরা সংবাদকর্মীরা শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী আজ ঠাকুরগাঁওকে শিশু শ্রম মুক্ত ঘোষনা করবেন শেই সংবাদ সংগ্রহের জন্য আমরা জেলা প্রশাসক সভা কক্ষে উপস্থিত হই। সেখানে গিয়ে দেখি সাংবাদিকদের জন্য কনো ব্যবস্থাই নেই। সাংবাদিকদের কনো আসন সেখানে ছিল না। এর মানে এই বুঝায় যে সাংবাদিকদের এই প্রোগ্রামে ঢুকতে না দিতেই এমন অবস্থা যা শত্যিকারঅর্থে নিন্দনীয়। তাই আমরা সেই অনুষ্ঠান বয়কট করে চলে এসেছি। প্রেসক্লাবের সহসম্পাদক তানভীর হাসান তানু বলেন, আমাদেরকে জেলা প্রশাসকের কার্যালয়ের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী অনুষ্ঠানে প্রেসক্লাবকে আমন্ত্রণ জানানো হলেও প্রেসক্লাবের সভাপতির কোন আসন বিন্যাস করা হয়নি। এটি পরিকল্পিত অপমান। তাই আমরা এর প্রতিবাদ জানিয়ে মন্ত্রীর অনুষ্ঠান বয়কট করেছি। এ সময় ঠাকুরগাঁও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার বলেন, ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের একটি অনুষ্ঠানের সকল সাংবাদিকদের দাওয়াত দেওয়া হয়। দাওয়াত দেওয়ার পরও তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং তাদেরকে বসার কোন জায়গা রাখেনি এরই প্রতিবাদে আমরা জেলা প্রশাসনের কার্যালয়ের নিচে অবস্থান কর্মসূচি পালন করেছি। একই অভিযোগ স্থানীয় আওয়ামীলীগের সহ-সভাপতি মাবাবুবুর রহমান খোকনের। তিনি বলেন আমাকে পদবি উল্লেখ করে আমন্ত্রণ জানানো হলেও কোন আসন রাখা হয়নি। তাই আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি। এ বিষয়ে জেলা প্রশাসক মাহবুবুর রহমানের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান।