জনপ্রিয়

শেরপুরের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

তৌহিদুর রহমান শেরপুর প্রতিনিধি : শেরপুরের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল বুধবার বিকেলে রাংটিয়া রেঞ্জ অফিস চত্তরে এর আয়োজন করা হয়।রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া।বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল,জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের,উপজেলা যুব লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।ইফতার ও দোয়া মাহফিলে বনবিভাগের বিভিন্ন বিটের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নবায়নের উপকারভোগী, জনপ্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশ গ্রহন করেন। আলোচনা সভা শেষে ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা করা।

  • শেরপুরের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা'র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত