জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী বলেছেন, শিশুদের মসজিদে নিয়ে আসা তাদের ধর্মীয় শিক্ষার ভিত্তি শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ছোটবেলা থেকেই মসজিদে যাওয়ার অভ্যাস গড়ে উঠলে তাদের মনে ইবাদতের প্রতি ভালোবাসা ও একাগ্রতা তৈরি হয়।
শুক্রবার ইফতার আগ মুহূর্তে জয়পুরহাট পৌর শহরের পাচুরচক দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা মসজিদের সম্প্রসারিত অংশের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন, জয়পুরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আবুল কালাম মো. শরিফ উদ্দিন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম, পাচুরচক দারুল উলুম হাফিজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা মসজিদের সভাপতি খলিলুর রহমান, সাধারণ সম্পাদক রুহুল আমিন।
জেলা প্রশাসক আরও বলেন, শিশুদের ইসলামী শিক্ষায় পারদর্শী করতে পরিবার ও সমাজের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি। মসজিদে আসার অভ্যাস গড়ে উঠলে তারা নৈতিক শিক্ষায় উন্নত হবে এবং সঠিক পথে চলতে শিখবে।
অনুষ্ঠানে বক্তারা শিশুদের মসজিদমুখী করার গুরুত্ব তুলে ধরেন এবং ধর্মীয় শিক্ষা প্রসারের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিশেষ মোনাজাত করা হয়।