জনপ্রিয়

শালবাহান রোড মাঝিপাড়া বাজারে হাই রোড ব্লকের কারণে এক কিলোমিটার রাস্তায় গাড়ির বহর

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 6 months ago

স্টাফ রিপোর্টার:

পঞ্চগড় শালবাহান রোড মাঝিপাড়া বাজারে হাইওয়ে রোড ব্লক করেছে বাস মিনিবাস কোচ সমিতির সালবাহানর রোড শাখার শ্রমিকরা। তারা বলেন তাদেরকে পঞ্চগড় হতে নির্দেশ দেওয়া হয় রোড ব্লক করার জন্য পরবর্তীতে জানা যায় পঞ্চগড় জেলা বাস মিনিবাস কোচ সমিতির রোড সেক্রেটারি রোকনকে বোদায় কোন এক পাগলু ডাইভার এর সাথে তর্ক বিতর্ক হয়। তর্ক বিতর্ক চলাকালীন হঠাৎ করে রোড সেক্রেটার গায়ে হাত তুলে বসেন ওই পাগলু চালক। এই ঘটনা কে কেন্দ্র করে প্রায় দুই ঘন্টা ধরে আটক অবস্থায় রয়েছেন অনেক ট্রাক বাস মিনিবাস কোচ সহ দূরপাল্লার অনেক যানবাহন। কোচের যাত্রীদের সাথে কথা বলে জানা যায় তারা বলেন বর্তমান রোড ব্লক দেওয়া যেন দৈনন্দিন কাজ হয়ে দাঁড়িয়েছে কোন কিছু একটা হলেই রোড আটক দিয়ে দেয়। যার ফলে আমরা যারা দূরপাল্লার যাত্রী রয়েছি আমাদের চরম ভোগান্তি পোহাতে হয়। এবং কি যারা ট্রাক ড্রাইভার রয়েছেন তারা বলেন আমাদের এই লোড গাড়ি বেশিক্ষণ যদি এক জায়গায় স্থির থাকে তাহলে আমাদের গাড়ির টায়ারের সমস্যা হবে। যত তাড়াতাড়ি সম্ভব এটা সমাধান চান সকলেই। শালবাহান রোড শাখার সভাপতি রফিকুল ইসলাম জানান আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে রোড ব্লক করার জন্য পরবর্তী কোনো নির্দেশ না আসা পর্যন্ত আমরা রোড ছাড়তে পারবো না। পরিশেষে দুই ঘন্টা আটক থাকার পর সমাধানে আসে। এবং উন্মুক্ত করে দেওয়া হয় সকল যানবাহনকে।

  • শালবাহান রোড মাঝিপাড়া বাজারে হাই রোড ব্লকের কারণে এক কিলোমিটার রাস্তায় গাড়ির বহর