জনপ্রিয়

শরীয়তপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত একজন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 1 year ago

আবুল খায়ের, জেলা প্রতিনিধি শরীয়তপুর

শরীয়তপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাফিন ছৈয়াল নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) বিকেলে পৌর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফিন ছৈয়াল ভেদরগঞ্জ উপজেলার সাজনপুর ইউনিয়নের মহিষার এলাকার শাহিন ছৈয়ালের ছেলে। সে শহরের পালং বাগিয়া মাহমুদিয়া ইসলামিয়া মাদরাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। প্রত্যক্ষদর্শী, হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মা খাইরুন বেগমের সঙ্গে বাড়ি থেকে অটোরিকশায় করে মাদরাসায় ফিরছিল সাফিন। পৌর বাসস্ট্যান্ড এলাকার ফারুক চৌকিদারের বাসার সামনে অটোরিকশা থেকে নামলে শরীয়তপুর সুপার সার্ভিসের ঢাকাগামী একটি বাস ধাক্কা দেয় সাফিনকে। এতে গুরুতর আহত হয় শিশুটি। পরে তাকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহম্মেদ বলেন, মরদেহ সদর হাসপাতালের মর্গে রয়েছে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।