জনপ্রিয়

শরণখোলায় গাজাবাসীর আহুত হরতালের সমর্থনে বিক্ষোভ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 2 weeks ago

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় মজলুম গাজাবাসীর আহুত হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

৭ এপ্রিল সোমবার সকাল ১১ টায় রায়েন্দা ৫ রাস্তা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল ‘সর্বস্তরের তৌহিদী জনতা’ এর ব্যানারে রায়েন্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে শেষ হয়। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের বেসামরিক মানুষ, বিশেষ করে শিশু ও নারীদের হত্যা করছে। ২০২৩ সালের অক্টোবর থেকে নেতানিয়াহু বাহিনীর বর্বর হামলায় গাজায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৬৯৫ জনে। আহত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৫ হাজার ৩৩৮ জনে। অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। গাজায় চলমান ইসরাইলি হামলার প্রতিবাদে বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি জনগন।

গাজাবাসীর উপর ইসরাইলী বাহিনীর বর্বর হামলার প্রতিবাদে ফিলিস্তিনি জনগনের আহুত ধর্মঘটের সমর্থনে শরণখোলায় আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে পথসভায় বক্তারা ইসরায়েলী পন্য বয়কটের আহবান জানায়।

  • শরণখোলায় গাজাবাসীর আহুত হরতালের সমর্থনে বিক্ষোভ