জনপ্রিয়

রৌদ্রছায়া ফাউন্ডেশনের উদ্দ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 3 months ago

কাজী রায়হান তানভীর সৌরভ, খুলনা প্রতিনিধি

খুলনায় রৌদ্রছায়া ফাউন্ডেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে, গত ৩ অক্টোবর সকাল ১১ টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ভেতরে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করার মধ্য দিয়ে এ কর্মসূচি উদ্বোধন করা হয়। গাছ লাগান – পরিবেশ বাঁচান এই প্রতিপাদ্যকে সামনে রেখে রৌদ্রছায়া ফাউন্ডেশনের পক্ষ থেকে এই মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি শুরু করা হয়েছে। বিভিন্নভাবে পরিবেশ দূষণের কারণে ও অবৈধভাবে বন জঙ্গল থেকে গাছ কেটে ফেলার কারণে দিন দিন বাতাসে কার্বন-ডাই-অক্সাইড এর পরিমাণ বেড়ে চলেছে এর থেকে মুক্তির জন্য গাছ লাগানোর বিকল্প নেই। খুলনা জেলার বিভিন্ন স্থানে এই অক্টোবর মাস জুড়ে রৌদ্র ছায়া ফাউন্ডেশন এর পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে এবং গাছের প্রয়োজনীয়তা ও গাছ লাগানোর উপকারিতা সম্পর্কে জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হবে। রৌদ্রছায়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মীর মোঃ কবির হোসেন এর পরিচালনায়, ফাউন্ডেশনের সহ-সাধারণ সম্পাদক মদিনা মনোয়ারা, এক্সিকিউটিভ মেম্বার: শাহিন হাওলাদার, সাবরিনা শারমিন, বেগ মাহফুজুল রহমান বাদল, রুকসানা রুবি ও নাসরিনের উপস্থিতিতে এই কর্মসূচি পালন করা হয়।

  • রৌদ্রছায়া ফাউন্ডেশনের উদ্দ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী