জনপ্রিয়

রোজায় বেড়েছে সিরাজগঞ্জের সলপ ঘোলের চাহিদা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

মতিয়ার রহমান, স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জ গ্রামের খামারিদের কাছ থেকে গরুর দুধ সংগ্রহ করে টানা তিন থেকে চার ঘণ্টা চুলায় জাল দিয়ে একটি পাত্রে রেখে দেওয়া হয়। তারপর সেই দুধ জমে গেলে তাতে চিনি ও অন্যান্য উপকরণ মিশিয়ে তৈরি করা হয় সুস্বাদু ঘোল। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঐতিহ্যবাহী সুস্বাদু এ ঘোল তৈরি করা হয়। যা সারাদেশে সলপ’র ঘোল নামে পরিচিত। সলপ’র ঘোলের সুনাম শুধু সিরাজগঞ্জে নয়, ছড়িয়ে পড়েছে সারাদেশে। এলাকার সবার মতে, এ ঘোল তৈরির পেছনে আছে ১০০ বছরের ঐতিহ্য। সারা বছরই এ ঘোলের ক্রেতা আসে বিভিন্ন স্থান থেকে। তবে গরমের সময় চাহিদা বেশি। বিশেষ করে রমজান মাসে অন্যান্য সময়ের চেয়ে চাহিদা অনেক বেড়ে যায়। ঘোলের চাহিদা বাড়ায় দিনরাত কাজ করেন কর্মীরা। এ সময় বিভিন্ন এলাকার পাইকারি ও খুচরা ক্রেতারা এ ঘোল কিনতে ভিড় করছেন। উল্লাপাড়া উপজেলার সলপ রেলস্টেশন এলাকায় গিয়ে দেখা যায়, স্টেশনের পাশে ঘোলের দোকানগুলো জমে উঠেছে। ক্রেতারা পাত্র নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন। দোকানের সামনে স্টিলের হাড়ি থেকে ক্রেতাদের চাহিদা অনুযায়ী বিক্রি করা হচ্ছে। অনেকেই দূর-দূরান্ত থেকে এ ঘোলের জন্য এখানে এসেছেন। পাইকাররা এখান থেকে ঘোল নিয়ে বিক্রি করছেন বিভিন্ন হাট-বাজারে। আবার অনেকে পরিবার বা আত্মীয়-স্বজনদের জন্য কিনতে এসেছেন এ ঘোল।

  • রোজায় বেড়েছে সিরাজগঞ্জের সলপ ঘোলের চাহিদা