মোঃ আবদুর রহিম সোহেল
প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’-এর প্রভাব থেকে জনজীবনকে নিরাপদ রাখতে ও জনগণকে নিরাপদ অবস্থানে সরিয়ে নিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ নানান সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছে। ঘূর্ণঝড় পূর্ব-প্রস্তুতি ও নিরাপত্তা সতর্কতামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে উপকূলীয় অঞ্চলে মাইকিং ও বিট পুলিশিংয়ের মাধ্যমে মৎস্যজীবী ও জেলে সম্প্রদায় এবং উপকূলবাসীকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরে আসাসহ ঘূর্ণিঝড় পূর্ববর্তী ও পরবর্তী সতর্কতামূলক করণীয় সম্পর্কে সচেতনতা বৃদ্ধি কার্যক্রম চালানো হচ্ছে। এছাড়া আপৎকালীন ব্যবস্থার অংশ হিসেবে শুকনো খাবার, মোমবাতি, দিয়াশলাই, লাইটার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় জরুরি ঔষধ ইত্যাদি যার-যার সাধ্যমত সংগ্রহ করে রাখার বিষয়ে উদ্বুদ্ধ করা হচ্ছে। গবাদি পশু, পোষাপ্রাণি ইত্যাদি নিরাপদ হেফাজতে রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়াসহ এ বিষয়ে সিএমপি সর্বাত্মক সহায়তা প্রদান করছে। এছাড়াও যে-কোনো প্রয়োজনে নগরবাসীকে সহযোগিতার জন্যে ২৪ ঘন্টা নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।