জনপ্রিয়

রাবির ‘সি’ ইউনিটের ভর্তিযুদ্ধ শুরু

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষে বিজ্ঞান শাখার বিভিন্ন বিভাগ অন্তর্গত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৯টায় চারটি গ্রুপে অনুষ্ঠিত হতে যাওয়া এই ইউনিটের গ্রুপ-১’র মধ্য দিয়ে এই ভর্তি পরীক্ষা শুরু হয়। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ‘সি’ ইউনিটে মোট ৭৬ হাজার ৩৫৪ জন আবেদনকারীর মধ্যে গ্রুপ-১ এর ভর্তি পরীক্ষায় বসেছেন ৩১০০০১ থেকে ৩২৮৬৪৪ রোলের শিক্ষার্থীরা। এছাড়া এদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গ্রুপ-২ এর রোল ৩৩০০০১ থেকে ৩৪৮৬৪৪; বেলা ১টা থেকে ২টা পর্যন্ত গ্রুপ-৩ এর রোল ৩৫০০০১ থেকে ৩৬৮৬৪৪; এবং বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত গ্রুপ-৪ এর রোল ৩৭০০০১ থেকে ৩৮৮৬৪৫ এর পরীক্ষা অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ১০০ নম্বরের এক ঘণ্টাব্যাপী ভর্তি-পরীক্ষায় ৮০টি বহুনির্বাচনী প্রশ্ন থাকছে। প্রতিটি প্রশ্নের মান থাকবে ১.২৫। আর প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ করে কাটা যাবে। পরীক্ষায় নূন্যতম পাশ নম্বর থাকবে ৪০।

তারিফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়

  • রাবির ‘সি’ ইউনিটের ভর্তিযুদ্ধ শুরু