রাবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশন পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। মঙ্গলবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবকেরা জানান, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে আজ সকাল থেকে কোয়ান্টাম ফাউন্ডেশন সংগঠন থেকে ১৫০ জন স্বেচ্ছাসেবক বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও রাস্তার পাশে পরে থাকা কাগজ, প্লাস্টিক বোতলসহ আবর্জনা পরিষ্কার করার অভিযানে অংশ নেন। তারা আরো জানায়, ভর্তি পরীক্ষার তিন দিন সকাল থেকে দিনব্যাপী এই পরিষ্কার অভিযান চলবে। ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার মধ্য দিয়ে পরীক্ষা চলাকালে সকলের স্বাস্থ্য-সুরক্ষায় নিশ্চিত করা হয় বলে জানানা তারা। স্বেচ্ছাসেবকদের এই দলের সাথে কাজ করছেন মো. হায়দার আলী। তিনি বলেন, আমাদের সংগঠনের মূলনীতি হচ্ছে সৃষ্টির সেবায় কোয়ান্টাম। সেই লক্ষ্যে আমরা দলবেঁধে কাজ করছি। আমাদের কাজের মাধ্যমে অন্যরা অনুপ্রেরণা পাবে। আশেপাশের অনেকে আছেন যারা ইচ্ছাকৃত ও অনিচ্ছাকৃতভাবে পরিবেশ নোংরা করে। ভর্তি পরীক্ষা উপলক্ষে অনেক মানুষের সমাগম হয় ক্যাম্পাসে। এসময় বেশি নোংরা হয়ে থাকে। সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে আমাদের এই কার্যক্রম। নাটোর জেলা থেকে এসেছেন আরেক স্বেচ্ছাসেবক প্রত্যয় সাহা। তিনিও পরিষ্কার অভিযানে অংশ নিয়েছে। তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তিনদিনে ক্যাম্পাসে যততত্র ময়লা, প্লাস্টিক বোতল, পলিথিন ব্যাগ, চিপস্ ও বিস্কুটের প্যাকেট সহ অন্যান্য ময়লা পরিষ্কার করার নির্দেশনা দেওয়া হয়েছিল সংগঠন থেকে। এই স্বেচ্ছাসেবক আরো বলেন, সেই নির্দেশনা অনুযায়ী আমরা ১৫০ জনের একটি টিম এসেছি ক্যাম্পাসে। তিনদিন এই কার্যক্রম চলবে। ক্যাম্পাসের পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও সকলের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে আমাদের এই অভিযান। পাশাপাশি তরুণ প্রজন্মকে জাগ্রত করার একটি ক্ষুদ্র প্রয়াস এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ।
তারিফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়