জনপ্রিয়

রাবির দুই হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 8 months ago

রাবি প্রতিবেদক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান ও মাদার বখ্শ হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ করা হয়েছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. তারিকুল হাসান স্বাক্ষরিত পৃথক দুই আদেশে তাদের এই নিয়োগ দেওয়া হয়।

মাদার বখস্ হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান। এছাড়া, শহীদ জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. নাসিরুদ্দিন।

আদেশ অনুযায়ী, নতুন দুই প্রাধ্যক্ষ ২২ এপ্রিল থেকে আগামী তিন বছরের জন্য উক্ত পদে দায়িত্ব পালন করবেন। এই দায়িত্ব পালনকালে তারা মাসিক ছয় হাজার টাকা হারে সম্মানী পাবেন।

তারিফুল ইসলাম
রাজশাহী বিশ্ববিদ্যালয়

  • রাবির দুই হলে নতুন প্রাধ্যক্ষ নিয়োগ