রাবি প্রতিনিধি
বাংলাদেশ গণশিল্পী সংস্থা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী অধ্যাপক অমিত কুমার দত্তকে সভাপতি ও গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থী পার্থ রায়কে সাধারণ সম্পাদক করা হয়। শনিবার (২৩ মার্চ) সংস্থাটির রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ৩০ তম কাউন্সিল অনুষ্ঠিত হয়। এ সাভায় আনন্দ ঘন পরিবেশে সাংস্কৃতিক সহযোদ্ধাদের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহব্বায়ক কমিটির আহব্বায়ক কেশব চন্দ্র বিশ্বাস এবং সভাটি পরিচালনা করেন সদস্য সচিব ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক পার্থ রায়। যেখানে অনান্য দায়িত্বের মাধ্যমে আছে, সহ সভাপতি দৈপায়ন বিশ্বাস ও জয়দেব রায়, যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জ্বল চন্দ্র বর্মন, সাংগঠনিক সম্পাদক শুভ্রদেব সরকার, সহ সাংগঠনিক সম্পাদক আপন খান, অর্থ সম্পাদক সেতু দাস, দপ্তর সম্পাদক জয় বিশ্বাস, প্রচার সম্পাদক রায়হান ইসলাম, শিল্পকলা ও প্রশিক্ষণ সম্পাদক সুমনা সরদার, সহ শিল্পকলা ও প্রশিক্ষণ সম্পাদক লিলি বিশ্বাস, শিক্ষা ও তথ্য গবেষণা সম্পাদক চয়নিকা বালা ও জন সংযোগ সম্পাদক পল্লবী বিশ্বাস। কার্যকারী সদস্যর মাধ্যমে আছে সোহেল রানা, শ্রাবনী মল্লিক, অমিয় দাশ, সৈকত সরদার ও বিকাশ রাজবংশী। উপদেষ্টা ছিলেন, শরিফুল ইসলাম, অধ্যাপক, ইনফরমেশন সায়েন্স এ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগ ও কেশব চন্দ্র বিশ্বাস, লেকচারার, সমাজবিজ্ঞান বিভাগ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়।
তারিফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়