জনপ্রিয়

রাবিয়ানদের সাথে প্রেম করতে গিয়ে গ্রেফতার যুবক

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 9 months ago

রাবি প্রতিনিধি

সেনা কর্মকর্তা সেজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রীর সঙ্গে প্রেমের পর প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। হিন্দু হয়েও ভুয়া ফেইসবুক আইডি খুলে মুসলিম পরিচয়ে এ প্রতারণা করেন তিনি। শনিবার গ্রেফতারের তথ্যটি নিশ্চিত করেছেন নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোবারক পারভেজ। গ্রেপ্তারকৃত হলেন চিন্তাহরন বিশ্বাস (৩৯)। তিনি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার থলপাড়ার মহেন্দ্র বিশ্বাসের ছেলে। এই পুলিশ কর্মকর্তা বলেন, চিন্তাহরণ কখনো নিজেকে সেনাবাহিনী, কখনো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আত্মীয়দের ঊর্ধ্বতন কর্মকতার পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষদের বিভিন্ন প্রলোভন দেখাতেন এবং প্রতারণা করতেন। তার মূল টার্গেট থাকত নারী। প্রেমের ফাঁদে ফেলে তিনি এই প্রতারণা করতেন। পূর্বেও তার বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে। ফলে ভূয়া সরকারী কর্মকর্তার পরিচয় বহন ও প্রতারণা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, চিন্তাহরন হিন্দু ধর্মের অনুসারী হয়েও রোয়ান সিকদার নামে একটি ভুয়া ফেইসবুক আইডি খোলেন। পাঁচ মাস পূর্বে এই ফেইসবুক আইডি ব্যবহার করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে পরিচিত হয়। তখন তিনি নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেন এবং সেনাবাহিনীর অধীনে ক্যালিফোর্নিয়াতে পিএইচডি করছে বলে জানান। তাছাড়াও বাবা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, বড় ভাই পুলিশ সুপার ও ভাই-বোন, ভাবি ডাক্তার বলে জানান এবং ভুক্তভোগী ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে পরিবারের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন চিন্তাহরণ। ভুক্তভোগীর দুলাভাইকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরির প্রলোভন দেখিয়ে গত ২৭ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন মাধ্যমে দুই লাখ টাকা নেন এবং চাকরি না দিয়ে আরো তিন লাখ টাকার জন্য চাপ দিতে থাকেন। এসময় ভুক্তভোগী ও পরিবারের মধ্যে সন্দেহ হলে তারা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ অনুসন্ধান চালিয়ে ভুয়া সেনা কর্মকর্তা রোয়ান সিকদারের প্রকৃত পরিচয় জানতে পারে এবং কৌশলে টাঙ্গাইল থেকে অভিযুক্তকে রাজশাহী আনেন। পরে রাজশাহীর বাস টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করে এবং রাতে প্রতারণা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

তারিফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়

  • রাবিয়ানদের সাথে প্রেম করতে গিয়ে গ্রেফতার যুবক