জনপ্রিয়

রাবিতে ঠাকুরগাঁও জেলা সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 10 months ago

রাবি প্রতিনিধি:

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ঠাকুরগাঁও জেলা সমিতি কতৃক নবীন বরণ, বিদায়ী সংবর্ধনা ও সংস্কৃতি অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বিকাল ৩টায়, শহীদ সুখরঞ্জন সামাদ্দার ছাত্র-শিক্ষক সংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি)এ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ফাইল, কলম, চাবির রিংসহ নানান উপহারে বরণ করে নেওয়া এবং ২০২৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষেরা শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-২ আসেনর সংসদ সদস্য জনাব মো. মাজহারুল ইসলাম এবং সভাপতিত্ব করেন রসায়ন বিভাগের অধ্যাপক মো. নজরুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার শিক্ষক-শিক্ষার্থীরা। মো. মাজহারুল ইসলাম বলেন, যারা নবীন তারা তাদের জীবনের লক্ষ্য সার্থক করেছে এবং যারা বিদায় নিচ্ছে তারাও তাদের জীবনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। আপনারা এই বিশ্ববিদ্যালয় পড়ে কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন বলে আশা করছি। আপনাদের বাবা-মা আপনাদেরকে কষ্ট করে টাকা পাঠায়। আপনারাও অনেক ত্যাগ স্বীকার করে এদিকে ভর্তি হয়েছেন। বাবা মায়ের ইচ্ছা পূরণ করার জন্য আপনাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে। জেনেটিক ইন্জিনিয়ারিং এর অধ্যাপক্ষ ড. খালেকুজ্জামান বলেন, আমি কিছুটা অসুস্থ, কিন্তু এলাকার টানে চলে আসছি। আমাদের এলাকার ছেলেরা লাজুক প্রকৃতির, তারা কারও সাথে মিশতে চায় না। সবার যোগাযোগের মাধ্যম বাড়েতে হবে।

তারিফুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়

  • রাবিতে ঠাকুরগাঁও জেলা সমিতির নবীন বরণ ও বিদায়ী সংবর্ধনা