জনপ্রিয়

রানীশংকৈল কাতিহার পশুর হাটে অতিরিক্ত টোল আদায় করায় ১ জনের জেল

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 7 months ago

মোঃ হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁয়ের রানীশংকৈল উপজেলার কাতিহার পশুর হাটে অতিরিক্ত টোল আদায় করায় মোঃ মোস্তফা রহমান নামে এক হাট ইজারাদারের সহযোগীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। আজ ৮ ই জুন শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই সাজা দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন রানীশংকৈল উপজেলা সহকারী ভুমি কমিশনার আর্নিকা আক্তার। সরজমিনে গিয়ে জানা যায় গত ১ জুন শনিবার কাতিহার পশুর হাটে সরকারি বিধি মোতাবেক গরু প্রতি ২৩০ টাকা এবং ছাগল ৯০ টাকা নেওয়ার নিয়ম থাকলেও তা অপেক্ষা করে হাট ইজারাদার গরু প্রতি ৫০০ টাকা ছাগল ১৮০ টাকা করে টোল আদায় করছিলেন এই খবর পেয়ে রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান ইজারাদারকে ১ লক্ষ টাকা জরিমানা করেছিলেন। কিন্তু আইনকে তোয়াক্কা না করে আবারও হাটের ইজারাদার আজ পূর্বের মতো অতিরিক্ত টোল আদায় করছিলেন। এই খবর পেয়ে কাতিহার হাটে গিয়ে উপজেলা সহকারী ভুমি কমিশনার আর্নিকা আক্তার অতিরিক্ত টোল আদায় করায় ২০০৯ আইনের ৩৮ ধারা লঙ্ঘনের দায়ে ইজারাদারের এক সহযোগীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং আমাদের প্রতিবেদককে বলেন এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।