সোহাগ চন্দ্র রায়, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ আমতলী বাজার থেকে রাজারহাট রাস্তার কাজের নেই কোনো নিয়ম।মানুষের চলাচলের ব্যাপক ভোগান্তি। প্রায় দেড় মাস থেকে চলছে এইরকম অনিয়ম। সাধারণ মানুষের চলাচলে অনেক দূর্ভোগ।এভাবে রাস্তা আটকে কাজ করছে তারা, যাতে সাধারণ মানুষ খুবই ক্ষিপ্ত কিন্তু কেউ কিছু বলতে পারছে না। অটোতে রাজারহাট গেলে বইতে হয় অধিক অর্থ এবং কাজ হচ্ছে অত্যন্ত নিম্ন মানের। উক্ত রাস্তার কাজে কখনো কোনো ইন্জিনিয়ারি দিকনির্দেশনা বা কনডাক্টরের উপস্থিতি লক্ষ্য করা যায় নি। কিন্তু সেদিকে কারো কোনো ভ্রুক্ষেপ নেই এবং রাস্তার কাজে ব্যবহৃত করছে 3rd class ইটের খোয়া 3rd class বললেও বেশি হবে এর চেয়েও নিম্ন মানের খোয়া ব্যবহার করছে।এ বিষয়ে রাজারহাট উপজেলা প্রশাশনের দৃষ্টি আকর্ষণ করছি