জনপ্রিয়

রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা বুড়িরহাটে অবাধে জমজমাট ভাবে চলছে জুয়া খেলা

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 8 months ago

আমীনুল ইসলাম, স্টাফ রিপোর্টার (কুড়িগ্রাম): রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়িরহাটে পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দেদারসে চলছে জুয়া খেলা। কোন কিছুতেই দমন করা যাচ্ছে না সামাজিক ব্যধি নামক জুয়া। কিছু কিছু জুয়াড়ীদের মিথ্যা প্রলোভনে মাধ্যমে উঠতি বয়সের ছেলেদের এ নেশায় আসক্ত করা হচ্ছে এবং সর্বস্ব হারাচ্ছে অনেকেই। শুক্রবার ১৯এপ্রিল রাতে গোপন সংবাদের ভিত্তিতে সরেজমিনে দেখা যায়,উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ বুড়িরহাট ক্রসবাধের পার্শ্ববতী চর এলাকায় গড়ে উঠা জুয়াড়ী সিন্ডিকেট ও খেলোয়ার ২৫-৩০ জন গভীর রাত পর্যন্ত চালিয়ে যাচ্ছে এই জুয়ার আসর। দৈনন্দিন ৫ লক্ষাধিক টাকার জুয়া খেলা হয়, সেখানে নেতৃত্বে থাকা সিনিয়র জুয়াড়ীরা প্রতি বোর্ড বাবদ মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে। এইভাবে সর্বস্ব হারিয়ে নবাগত জুয়াড়ীরা প্রতিনিয়ত খুজে নিচ্ছে অসাদুপায়। ফলে বৃদ্ধি পাচ্ছে চুরি, ছিনতাই সহ অপরাধ প্রবণতা। প্রকৃতপক্ষে যেখানে প্রশাসন জুয়া খেলা নির্মূলে বদ্ধপরিকর অবস্থানে রয়েছে সেখানে তারা অনেকটাই সক্রিয়ভাবে জুয়া খেলা চালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। জুয়াড়ীদের অবস্থান কতটা দুঃসাহসিক পর্যায়ে পৌছেছে। স্থানীয় ব্যক্তিরা জানান, কিশোর বয়সের ছেলেরা বুঝে উঠার আগেই করাল গ্রাসে এই সর্বস্ব খোয়ানো জুয়া খেলায় আসক্ত হয়ে পড়ছে।

  • রাজারহাটে ঘড়িয়ালডাঙ্গা বুড়িরহাটে অবাধে জমজমাট ভাবে চলছে জুয়া খেলা