জনপ্রিয়

রাজারহাটে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার, ১৮ বোতল ফেন্সিডিল ও ১২ বোতল স্কাফ উদ্ধার

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 7 months ago

আমীনুল ইসলাম

রাজারহাট থানার এসআই প্রণয় চন্দ্র, এএসআই মোঃ হাসানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ মাদক বিরোধী অভিযানকালে অদ্য ২৫/০৫/২৪ খ্রিঃ ভোর রাত অনুমান ০৪.৪৫ ঘটিকার সময় রাজারহাটের ছিনাই ইউনিয়নের জয়কুমর এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী আসামী মোঃ ইব্রাহীম(৪৭), পিতা-মৃত মকছার আলী, গ্রম-জয়কুমর, ইউপি ২ ছিনাই, থানা-রাজারহাট, জেলা- কুড়িগ্রামকে ১৮ বোতল মাদক ফেনসিডিল ও ১২ বোতল স্ক্যাফ সহ রাজারহাট থানাধীন ছিনাই ইউনিয়নের জয়কুমার আবাসন এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন হতে মাদক ব্যবসা করিতেছিল মর্মে জানা যায়। এ সংক্রান্তে রাজারহাট থানার মামলা নং ০৯, তাং- ২৫/০৫/২৪ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনির ১৪(খ)/৪১ রুজু করা হয়েছে। আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরন করা হচ্ছে।

  • ১৮ বোতল ফেন্সিডিল ও ১২ বোতল স্কাফ উদ্ধার
  • রাজারহাটে কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার