রাজশাহী প্রতিনিধি
রাজশাহী শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় বিগত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। বরাবরের মতো এবারও ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছেন। এবারের এইচ.এস.সি পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের পাসের হার ৮১.২৪ শতাংশ।এবার পাস করেছে ১ লাখ ১১ হাজার ৪৪৮ শিক্ষার্থী।মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৩৯ হাজার ১৯৩ জন। পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ৩৭ হাজার ১৮৪ জন শিক্ষার্থী। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় নিজ অফিসে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. অলীউল আলম ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন। এসময় তিনি ফলাফলের সংক্ষেপ সাংবাদিকদের ফলাফল সরবরাহ করেন। এসময় শিক্ষা বোর্ডের সচিব মো. হুমায়ুন কবির সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলেন, বরাবরের মত এবারো ছাত্রদের তুলনায় ছাত্রীদের ফলাফল ভালো।এবার ছাত্রীদের গড় পাসের হার ৮৭ শতাংশ এবং ছাত্রদের পাশের হার ৭৬ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ২৪ হাজার ৯০২ পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ১৪ হাজার ৫৯৭ জন এবং ছাত্র ১০ হাজার ৩০৫ জন। গতবার মোট জিপিএ-৫ পেয়েছিল ১১ হাজার ২৫৮ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্রী ছিল ৫ হাজার ৮১৩ জন। ছাত্ররা গতবার জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৪৫ জন। শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানান, এবার এক বিষয়ে ফেল করেছে মোট ২১ হাজার ৩৩১ জন শিক্ষার্থী। এক বিষয়ে ফেলের হার ১৫.৫৫ শতাংশ। মোট ২০৩ টি কেন্দ্রের ৭৪১টি কলেজের মধ্যে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে ৩৫ টির। ১২টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করেনি। ৫০ থেকে ৯৯ শতাংশ পাস করেছে ৫৯২টি কলেজের শিক্ষার্থীরা, ১০ থেকে ৫০ ভাগ পাস করেছে ১০১টি কলেজের এবং শূন্য (০) থেকে ১০ ভাগ পাস করেছে ১টি কলেজের শিক্ষার্থীরা। এসময় চেয়ারম্যান সকল পরীক্ষার্থীর মঙ্গল ও সাফল্য কামনা করেন।অভিভাবক ও শিক্ষকবৃন্দ যারা পরিশ্রম দিয়ে শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষার জন্য প্রস্তুত করেছেন তিনি তাদেরকেও অভিনন্দন জানান। একই সাথে চেয়ারম্যান অকৃতকার্য শিক্ষার্থীদেরকে প্রস্তুতি গ্রহণ পূর্বক আগামী পরীক্ষায় অংশগ্রহণের জন্য আহবান জানান এবং অকৃতকার্য শিক্ষার্থীদেরকে উদ্বুদ্ধ করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ ও অভিভাবকদেরকে অনুরোধ জানান।