জনপ্রিয়

রাজনৈতিক শিক্ষা শিবির বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর ৮ নং জোন

প্রকাশক: Dainik Jagroto Matrivumi
প্রকাশ: 8 months ago

মোঃ খালিদ হাসান নিশাদ (স্টাফ রিপোর্টার)ঃ উক্ত রাজনৈতিক শিক্ষা শিবির অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমরেড বজলুল রশিদ ফিরোজ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক। । উপস্থাপনায় করেন কমরেড ডাঃ মনিষা চক্রবর্তী বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য। তিনি আরো বলেন। আমাদের শরীরের মধ্যে ও পেট আর মাথার দ্বন্দ্ব চলছে। পেট বলে এসব সংগঠন আন্দোলন না করে গিয়ে গাড়িটা চালাই। আর মাথা বলে সংগঠন না থাকলে কি আমাদের অধিকার আদায় হবে? যখন পেট জেতে তখন যুক্তি হেরে যায়। যখন মাথা জেতে তখন আমরা সবাই জিতি!” “বাবুর্চি রান্না করল অনেক কিন্তু খাদিমদার যদি সবাইকে একরকম খাবার না দেয় তাহলে কি সবাই খাবার পাবে? শ্রমিক সম্পদ তৈরি করে কিন্তু বন্টনে সমতা নাই! ” এমন অনেক কঠিন তত্ত্বের সরল উদাহরণে প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাসদ বরিশাল বিভাগের রাজনৈতিক শিক্ষাশিবির। যে শ্রমিক কমরেড প্রাথমিক বিদ্যালয়ের গন্ডী পার হননি, তিনিও আলোচনা করেছেন বাংলাদেশ রাষ্ট্রের পুঁজিবাদী চরিত্র নিয়ে, যে মানুষ ৫ বছর বয়স থেকে কারখানায় ঢুকেছেন, তিনি আলোচনা করেছেন পুঁজিবাদী শোষণের বিরুদ্ধে লড়াইয়ের প্রয়োজন নিয়ে, যে ছাত্র কখনো রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলনা, সে আলোচনা করেছে কল্যান রাষ্ট্রের ধারণার অসম্পূর্ণতা নিয়ে। শিক্ষাশিবির আমাদের চার্জিং স্টেশন, আমাদের তত্ত্বে শাণ দেয়ার জায়গা। মেহনতি মানুষের জন্য সমাজ নির্মাণের সংগ্রাম চলবে।

  • রাজনৈতিক শিক্ষা শিবির বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ এর ৮ নং জোন